নিমতিতা স্টেশনের রেল লাইনের ধার থেকে উদ্ধার লোহার পাত ও ব্যাটারি

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৯ ফেব্রুয়ারি: নিমতিতা ষ্টেশনে বোমা বিস্ফোরণের জন্য ব্যবহার করা হয়েছিল লোহার পাত এবং মোটরবাইকের ব্যাটারি। এমনটাই অনুমান তদন্তকারীদের। বৃহস্পতিবারের পর শুক্রবারও ফরেন্সিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করেছেন ষ্টেশন চত্বর এবং রেল লাইনের ওপর থেকে।সূত্রের খবর, রেল লাইনের ধার থেকে উদ্ধার হয়েছে এই লোহার পাত ও ব্যাটারি।

প্রসঙ্গত বলা যায় বুধবার রাতে ট্রেন ধরতে নিমতিতা স্টেশনের ২ নম্বর প্লাটফর্ম দিয়ে হেঁটে যাওয়ার সময় এক বোমা বিস্ফোরণে গুরুতর জখম হন রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেন সহ ২২ জন। ইতিমধ্যে সিআইডি, সিআইএফ, এসটিএফ এই ঘটনার তদন্ত শুরু করেছে। আজ তদন্তে যোগ দিয়েছে সিএফএসএল টিম। আজ তদন্তকারীরা ঘটনাস্থলের প্রচুর ছবি তোলেন, তার পাশাপাশি নমুনা সংগ্রহ করেন। যদিও নিমতিতা স্টেশনে ঘটনার তদন্তে এসে সিএফএসএলের ডেপুটি ডিরেক্টর ডি মুখার্জি কিছু বলতে অস্বীকার করেন।

সূত্রের খবর, ফরেন্সিক দল ব্যাটারি ও লোহার যে পাত ব্যবহার করা হয়েছে তা দেখে মনে করছে এই রাজ্যে বিস্ফোরকটি তৈরি করা হয়নি। ভিন রাজ্যে থেকে তৈরি করে এই রাজ্যে নিয়ে আসা হয়েছিল। অন্যদিকে শুক্রবার এই ঘটনার তদন্ত করতে আসছে এনআইএ দল। কিভাবে বিস্ফোরণ তার তদন্ত করবে এনআইএ-র আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *