আমাদের ভারত, আরামবাগ, ৫ ফেব্রুয়ারি: শঙ্করপুর পল্লীশ্রী ক্লাবের উদ্যোগে মোল্লা গোলাম কুদ্দুস স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ৩১তম বর্ষের ফাইনাল খেলা হল রবিবার খানাকুল থানার শঙ্করপুর খেলার মাঠে। এই খেলায় জয়ী হল মুম্বাই ইন্ডিয়ান্স। বিজয়ী হয় ঘাটাল অগ্রণী।
জানা গেছে, এই টুর্নামেন্টটি ২ জানুয়ারি শুরু হয়েছিল। খেলার মাঠে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেতা অমিতাভ ভট্টাচার্য, খানাকুল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নইমুল হক, নবাবিয়া মিশনের সম্পাদক শাহিদ আকবর সাহেব, গৌরহাটি হাই স্কুলের প্রধান শিক্ষক সুব্রত কোণার, এছাড়াও ছিলেন ক্লাব সভাপতি শেখ আকরাম হোসেন, ক্লাব সম্পাদক মুন্সি ফয়জুল হক।
রবিবার খেলার মাঠে দর্শকদের উন্মাদনা ছিল চোখের পড়ার মতো। এই খেলায় প্রায় কুড়ি হাজারের মতো মানুষজন খেলার মাঠে হাজির ছিলেন।