আমাদের ভারত, নদীয়া, ২২ নভেম্বর : কৃষ্ণনগরের বাঘাডাঙ্গা বারোয়ারীর জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন সাংসদ মহুয়া মৈত্র। এবছর এই পুজো ২০০ বছরে পা দিল। শনিবার সন্ধ্যায় এই বারোয়ারি পুজোর উদ্বোধন করেন তিনি। সরকারি বিধিনিষেধকে মান্যতা দিয়ে বাঘাডাঙ্গা বারোয়ারি তাঁদের জগদ্ধাত্রী পুজো করছে। মাস্ক ও স্যানিটাইজার পর্যাপ্ত পরিমানে মজুত রাখা হয়েছে এই বারোয়ারিতে।
পুজোতে এবার করোনা আবহে বাজেট কিছুটা কমানো হয়েছে। সামাজিক দূরত্ব মেনে অঞ্জলিও একসঙ্গে অল্প অল্প করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। উদ্বোধনের দিন বাঘাডাঙ্গা বারোয়ারির তরফ থেকে দুঃস্থদের শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।