আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২২ নভেম্বর: কান্দি পৌরসভার ১০ ও ১৫নং ওয়ার্ডে শনিবার দুপুরে কান্দি বানী সংঘ মাঠে স্বর্নিভর গোষ্ঠীর মহিলাদের ঋনের চেক দেওয়া হল। উপস্থিত ছিলেন কান্দি পৌরসভার প্রশাসক অপুর্ব সরকার, ১৫নং ওয়ার্ডের কো অডিনেটর গুরুপ্রসাদ মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিরা। শনিবার এই অনুষ্ঠানে ৫৫টি স্বর্নিভর গোষ্ঠীর মহিলাদের হাতে দেড় লক্ষ টাকা করে মোট ৮২ লক্ষ টাকা ঋন দেওয়া হয়।
কান্দি পৌরসভার প্রশাসক অপুর্ব সরকার জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে কান্দি পৌরসভার অন্তর্গত মহিলাদের স্বর্নিভর করার লক্ষ্যে নিয়ে এই স্বর্নিভর গোষ্ঠী গড়ে তোলা হয়েছে। আজকে মুর্শিদাবাদ জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের মধ্যে দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে তাদের হাতে দেড় লক্ষ টাকা করে মোট ৮৪লক্ষ টাকা এই ঋন প্রদান করা হয়, যাতে মহিলারা রোজগার করে নিজের পায়ে দাঁড়াতে পারেন।