June Malia, Ratha yatra, মেদিনীপুরে শতবর্ষ প্রাচীন রথযাত্রার উদ্বোধন সাংসদ জুন মালিয়ার

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ জুলাই: রথের রশি ছোঁয়ার আপ্রাণ চেষ্টা। ঠেলাঠেলি, হুড়োহুড়ির মাঝে অনেকে আবার বন্দি করছেন মুঠোফোনে ছবি। রাস্তাজুড়ে মানুষের ঢল। বিকেল পাঁচটায় শতবর্ষ প্রাচীন রথের শোভাযাত্রা শুরু হয় মেদিনীপুর শহরে। জগন্নাথ মন্দির সংস্কার কমিটির পরিচালনায় শোভাযাত্রায় অংশ নেয় ছৌ নৃত্য সহ বিভিন্ন ব্যান্ড। রথযাত্রার উদ্বোধন করেন মেদিনীপুর লোকসভার সাংসদ জুন মালিয়া।

উপস্থিত ছিলেন, মেদিনীপুর সদর মহকুমা শাসক মধুমিতা মুখার্জি, পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান। জগন্নাথ মন্দির সংস্কারের আশ্বাস দিয়েছেন জুন মালিয়া। তিনি বলেন, মেদিনীপুরের ঐতিহ্যবাহী এই মন্দির সংস্কারের জন্য তিনি রাজ্য সরকারের হেরিটেজ দপ্তরে কথা বলবেন।”

এদিন সকাল থেকেই জগন্নাথ মন্দিরে পূজার্চনা, বেদ পাঠ হয়। ভক্তরা দলে দলে এসে পুজো দিয়ে যান। বলভদ্রর তালধ্বজ রথ, সুভদ্রার দেবদলন রথ এবং জগন্নাথের নন্দী ঘোষ রথ ছাড়াও বিভিন্ন নাচের দল ও ব্যান্ড ছিল। রথের যাত্রাপথে রাস্তার দু’ধারে ভিড় ছিল মানুষের।

ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দিরের রথের পাশাপাশি মেদিনীপুর শহরে দেখা গিয়েছে পারিবারিক রথও। আগামী সাতদিন এই রথযাত্রা উপলক্ষে মেলা বসে নতুনবাজারে। রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে শহর মেদিনীপুরেও উৎসবের মেজাজ। চারিদিকে সাজ সাজ রব। পাশাপাশি গত বছর থেকে শুরু হয়েছে ইসকনের রথ। শহরের গান্ধী ঘাট থেকে সেই রথেরও সূচনা হয়েছে বিকেলে। শহর ছাড়াও গ্রামাঞ্চলেও এদিন রথের রশিতে টান দিতে মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *