আমাদের ভারত, ১৯ ফেব্রুয়ারি: মুখ্যমন্ত্রীর ‘মৃত্যুকুম্ভ’ শব্দবন্ধ এবং বিজেপি বিধায়কদের সাসপেনশনের প্রতিবাদে আন্দোলনে নামল রাজ্য বিজেপি।
মহাকুম্ভ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বুধবার দুপুরে চিত্তরঞ্জন অ্যাভিনিউ এবং এমজি রোডের সংযোগস্থলে বিজেপি-র রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড: সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিক্ষোভ হয়। পরিষদীয় দল বৃহস্পতিবার গোটা বিধানসভাজুড়ে মিছিল করবে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার বিধানসভা চত্বর থেকে বেরিয়ে সেই মিছিল যাবে রাজভবনে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে অভিযোগ জানানো হবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। সে জন্য রাজ্যপালের কাছ থেকে সময় চাওয়া হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার বিধানসভায় বক্তৃতা করার সময় মুখ্যমন্ত্রী মহাকুম্ভ প্রসঙ্গে বলেন, ‘‘মহাকুম্ভ আমি না-ই বা বললাম! ওটা এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে। মৃত্যুকূপের মতো।’’ বলেন, ‘‘পরিকল্পনা না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু! বললেন ৩০ জন। কথাটা কি সঠিক? কত মৃতদেহ ভাসিয়ে দিয়েছেন নদীতে? কত? হাজার হাজার!’’