Mountaineering, Bankura, পর্বতারোহণ প্রশিক্ষণ শিবির বাঁকুড়ায়

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৮ ডিসেম্বর: বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে শুরু হয়েছে চারদিনের পর্বতারোহণ প্রশিক্ষণ শিবির। বাঁকুড়া এক্সপ্লোরেশন নেচার অ্যাকাডেমির উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে ৪০জন শিক্ষার্থী প্রশিক্ষণে যোগদান করেছেন। গতকাল আনুষ্ঠানিকভাবে শিবিরের উদ্বোধন করা হয়।

অ্যাকাডেমির সদস্য শেখ আলিমুদ্দিন জানান, ৩০ জানুয়ারি পর্যন্ত এই শিবির চলবে। পর্বাতারোহণের পাশাপাশি নেচার স্টাডিরও প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ শিবির এবার ২৬বর্ষে পা রাখল। অভিজ্ঞ প্রশিক্ষকরা প্রশিক্ষণ দেবেন। যে কোনও পর্বতারোহণ অভিযানে অভিযাত্রীদের প্রাথমিক স্তরে পর্বতারোহণ প্রশিক্ষণ আবশ্যিক।পর্বতারোহণ প্রশিক্ষণের জন্য বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় উপযুক্ত। সেই কারণে নবীন পর্বতারোহণকারীদের প্রশিক্ষণের জন্য শুশুনিয়া পাহাড়কে বেছে নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *