মর্গে আর সংকুলান হচ্ছে না, করোনায় মৃতদের দেহ রাখতে কন্টেনার ভাড়া করতে হলো দিল্লির হাসপাতালে

আমাদের ভারত, ৩১ মে: মৃত দেহের ভারে উপচে পড়েছে মর্গ। ফলে উপায় না দেখে শেষে হাসপাতালের বাইরে রেফ্রিজারেটেড কন্টেনারের বন্দোবস্ত করতে বাধ্য হল হাসপাতাল কর্তৃপক্ষ। করোনায় মৃত্যু-মিছিল থামার কোন লক্ষণই নেই। অতিরিক্ত দেহ সংরক্ষণের জন্য তাই বাধ্য হয়ে এই ব্যবস্থায় করেছে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল।

শনিবার পর্যন্ত দিল্লিতে করোনায় মৃত্যু হয়েছে ৩৯৮ জনের। তার মধ্যে ফেব্রুয়ারি মাস থেকে এই হাসপাতলে কোভিডে মৃত্যু হয়েছে ১৭২ জনের। এদিকে হাসপাতালের মর্গের পরিকাঠামোর অনুযায়ীতাতে সবচেয়ে বেশি ৫০ টি মৃতদেহ সংরক্ষণ করা যেতে পারে। তাই উপায়ান্তর না দেখে শেষ পর্যন্ত প্রকাশ্যেই মরদেহ সংরক্ষণের ব্যবস্থা করতে হয়েছে। রেফ্রিজারেটেড কন্টেনার আনতে হয়েছে।

হাসপাতাল সুপার মীনাক্ষী ভরদ্বাজ জানান, কোভিড-১৯ ছাড়াও হাসপাতলে অন্যান্য রোগীদের মৃত্যু হয়েছে। আর সেই কারণেই এইরকম দুটি কনটেইনারের ব্যবস্থা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

সূত্রের খবর এই কন্টেনারগুলিতে করোনায় মৃত প্রায় ১২টি মৃতদেহ রাখা হয়েছে। এখনো পর্যন্ত এই হাসপাতলে ১৪১২টি করোনার রোগী ভর্তি হয়েছে। যাদের মধ্যে বেশিরভাগই সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন।

1 thoughts on “মর্গে আর সংকুলান হচ্ছে না, করোনায় মৃতদের দেহ রাখতে কন্টেনার ভাড়া করতে হলো দিল্লির হাসপাতালে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *