স্বর্ণজয়ন্তী শহরী রোজগার যোজনার ক্ষুদ্র সঞ্চয় গোষ্ঠীর দশ হাজার মহিলাকে খাদ্যসামগ্রী, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ রায়গঞ্জ পুরসভার

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৩১ মে: স্বর্ণজয়ন্তী শহরি রোজগার যোজনার ক্ষুদ্র সঞ্চয় গোষ্ঠীর দশ হাজার মহিলাকে খাদ্যসামগ্রী ও মাস্ক স্যানিটাইজার বিতরণ করা শুরু করল তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরসভা কর্তৃপক্ষ। রায়গঞ্জ পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের শক্তিনগর এলাকায় এই খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার স্বর্ণজয়ন্তী রোজগার যোজনা বিভাগের কাউন্সিলর ইনচার্জ পুষ্পা মজুমদার, রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সাধন কুমার বর্মন, চেয়ারম্যান ইন কাউন্সিল বরুন ব্যানার্জি, স্বর্ণজয়ন্তী শহরী রোজগার যোজনার রায়গঞ্জ টাউন প্রোজেক্ট অফিসার শ্যামল সেনগুপ্ত সহ পুরসভার অন্যান্য আধিকারিকগন। লকডাউনে কাজ না থাকা উপার্জনহীন ক্ষুদ্র সঞ্চয় গোষ্ঠীর মহিলারা রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকে খাদ্যসামগ্রী হাতে পেয়ে ভীষণভাবে উপকৃত হলেন।

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে নিজেদের আয় উপার্জন হারিয়েছেন রায়গঞ্জ পুর এলাকার ২৭টি ওয়ার্ডের স্বর্ণজয়ন্তী শহরী রোজগার যোজনার ক্ষুদ্র সঞ্চয় গোষ্ঠীর ১০,০৪৭ জন মহিলা। অতি সাধারণ পরিবারের এই মহিলারা তাদের নূন্যতম আয় উপার্জন হারিয়ে দুঃসহ অবস্থার মধ্যে দিনা যাপন করছিলেন। এবার এইসব দুঃস্থ মহিলাদের পাশে এসে দাঁড়াল তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরসভার স্বর্ণজয়ন্তী বিভাগ।

বিভাগের কাউন্সিলর ইনচার্জ পুষ্পা মজুমদার বলেন, রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের উদ্যোগে ২৭টি ওয়ার্ডের স্বর্ণজয়ন্তী দলের মহিলাদের হাতে ফুড কিট হিসেবে চা, চিনি, বিস্কুট, দুধ, ছাতু, মুড়ি, সাবান, স্যানিটাইজার ও সাবান তুলে দেওয়ার কাজ শুরু হল। আজ থেকে শুরু হওয়া ফুড কিট বিতরণ পুরসভার ২৭টি ওয়ার্ডেই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *