আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৫ মার্চ: মেচেদায় লোকাল ট্রেনের মধ্যে সুটকেস বন্দি মৃতদেহ পাওয়া গিয়েছিল কিছুদিন আগে। ট্রেনে থাকা সিসিটিভি চিনিয়ে দিল খুনিদের। রেলের তরফে সেই ফুটেজ আগেই পুলিশের হাতে এসেছিল। পরিবারের অভিযোগ ও ফুটেজে থাকা দুষ্কৃতীদের ছবি দেখে চিহ্নিতকরণ করে মেচেদা স্টেশনে ট্রলি ব্যাগ বন্দি মৃত হাসান আলী (৫২) খুনের রহস্য ভেদ করল পাঁশকুড়া জিআরপি থানার পুলিশ।
দুদিন আগেই গ্রেপ্তার হয়েছিল ঘটনার মূল পান্ডা তৌহিজ উদ্দিন সেখ ওরফে রাজু হালদার। পুলিশ তাকে তমলুক আদালতে নিয়ে গেলে বিচারকের অনুমতিতে নিজেদের হেফাজতে পায়। রাজুকে নিয়ে রাতভর তল্লাশি চালিয়ে গতকাল রাতে আবার এই ঘটনায় জড়িত রাজুর তিন সাগরেদকে গ্রেফতার করে। ধৃতরা হল গৌতম জানা, দুর্গা শংকর সেনাপতি ওরফে ননী ও টোটো চালক প্রণব দাস। ধৃত অভিযুক্তদের আজ তমলুক জেলা আদালতে তোলা হয়।