“ভুল বুঝিয়ে লাভ নেই, কৃষকদের সঠিক পথে নিয়ে আসব”: মোদী

আমাদের ভারত, ১৫ ডিসেম্বর:ভুল বুঝিয়ে আর লাভ নেই, কৃষকদের সঠিক পথে নিয়ে আসবেন, গুজরাটের কচ্ছে এক অনুষ্ঠানে বিরোধীদের এভাবে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। তার অভিযোগ নয়া কৃষি আইন নিয়ে কৃষকদের ভুল বুঝিয়ে যাচ্ছে বিরোধীরা। কৃষকদের উস্কাচ্ছেন তারা। এরপরই তার সরাসরি হুঁশিয়ারি, এই কাজ করে কোন লাভ হবে না, কৃষকদের নয়া আইনের লাভ বোঝানোর চেষ্টা চালিয়ে যাবে সরকার।

প্রধানমন্ত্রী এর আগেও অনেক বার বলেছেন, কৃষকদের স্বার্থেই এই আইন। মঙ্গলবারও সেই একই কথা শোনা গেল তার গলায়। তিনি বলেন, বছরের পর বছর কৃষক সংগঠন গুলো এবং বিরোধীরা কৃষি ক্ষেত্রে যে সংস্কারের দাবি করে আসছিলেন তাই হয়েছে। কৃষক কল্যাণের কাজই করেছে তার সরকার। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই কৃষকরা নিজেদের উৎপাদিত দ্রব্য নিজেদের ইচ্ছেমতো বিক্রির দাবি করে আসছিল। তার স্বপক্ষেই এই আইন। বিরোধীদের ভুল বোঝানো কারণেই এই আইনের প্রকৃত রূপরেখা পৌঁছাচ্ছে না কৃষকদের কাছে, বলে দাবি করেছেন মোদী।

প্রায় কুড়ি দিন হতে চলল দিল্লির সীমান্তে অবস্থান-বিক্ষোভ চালাচ্ছেন কয়েক হাজার কৃষক। সরকার সংশোধনী আনতে চাইলেও তা খারিজ করে দিয়ে কৃষি বিল প্রত্যাহার দাবিতে অটল রয়েছেন কৃষকরা। কোনরকম আপস করতে তারা নারাজ। সরকারের সাথে ছয় দফা আলোচনা হলেও কোন রফাসূত্র বেরোয়নি। অন্যদিকে বিরোধীরা প্রশ্ন তুলেছে কৃষি আইন যদি কৃষক কল্যাণেই হয়ে থাকে তাহলে এতবার আলোচনার পরেও সরকার তা কৃষকদের কেন বোঝাতে পারল না?স্বরাষ্ট্রমন্ত্রীর আলাদা করে আলোচনা করেও কেন তাদের বিশ্বাস করাতে পারলেন না এই আইনের সুবিধা?

আজ বক্তব্য রাখার সময় মোদী বলেন, “ভারত সরকার সবসময় কৃষকদের মঙ্গলের জন্য দায়বদ্ধ। আমরা কৃষকদের নিশ্চিত করছি তাদের দিক গুলি বিশেষভাবে বিবেচনা করে দেখা হবে।” এদিকে বিজেপি বারবারই দাবি করছে কংগ্রেস বা অন্যান্য বিরোধী দল শুধুমাত্র সরকারের বিরোধিতা করার স্বার্থেই কৃষকদের ভুল বোঝাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *