আত্মনির্ভরতাই হোক নতুন বছরের সংকল্প, দেশবাসীর উদ্দেশে বললেন প্রধানমন্ত্রী

আমাদের ভারত, ২৭ ডিসেম্বর: এবছরের শেষ এবং ৭২ তম মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীকে নতুন বছরে আত্মনির্ভরতার সংকল্পই নিতে করতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার কথায় আত্মনির্ভরতা এদেশের ভবিষ্যৎ। ভোকাল পর লোকাল নিয়ে আবার একবার সোচ্চার হলেন প্রধানমন্ত্রী।

রবিবার দেশেরবাসির উদ্দেশ্যে যে বক্তব্য রাখেন মোদী, তার বেশিরভাগটাই ছিল আত্মনির্ভর ভারতের কথা। ২০২০ করোনার কারণে বিধ্বস্ত। জেরবার হয়েছে ভারতের আর্থ-সামাজিক পরিকাঠামো। কিন্তু সেই ক্ষত সারিয়ে একটু একটু করে উঠে দাঁড়াচ্ছে দেশ। এই পরিস্থিতিতে মন কি বাত অনুষ্ঠানে আবারো ভোকাল ফর লোকালের জন্য জোর দিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন ২০২১-এ ভারতে তৈরি পণ্য যাতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে সেদিকে নজর দিতে হবে আমাদের।

মোদী বলেন, নতুন বছরে ভোকাল ফর লোকাল যোজনার কথা মাথায় রাখতে হবে দেশে সকলকে। নতুন বছরে প্রত্যেকে আমরা সংকল্প গ্রহণ করব। আমাদের প্রতিজ্ঞা করতে হবে দেশের তৈরি জিনিস আমরা আপন করে নেবো। সারা বিশ্বে ভারতের পরিচিতি আরো জোরদার করতে হবে। ভারতকে সাফল্যের শিখরে পৌছে দিতে হবে। আর সেটাই হবে নতুন বছরের সবচেয়ে বড় সংকল্প।

মোদি বলেন মাই গভ অ্যপে সরকারের উদ্দেশ্যে নিজদের গুরুত্বপূর্ণ মতামত জানান অনেকেই। সেখানে দেশের অনেক মানুষ ২০২১ আমাদের সংকল্পের কথা বলেছেন। আমরা সবাই একজোট হয়ে দেশীয় পণ্য আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে দেবার শপথ গ্রহণ করতে পারি।

রবিবার মোদী জানান, “আপনারা জেনে খুশি হবেন কাশ্মীরের কেশর জিআই ট্যাগ সার্টিফিকেট পাওয়ার পর দুবাইয়ের সুপার মার্কেটের লঞ্চ হয়েছে। তাই এবার থেকে আপনারা কেশর কিনতে গেলে কাশ্মীরের কেশর কিনুন।” এছাড়াও নতুন বছরে দেশবাসীকে প্লাস্টিক মুক্ত দেশ গড়ার সংকল্প নিতে বলেন তিনি। বন্যপ্রাণ সুরক্ষার প্রসঙ্গ উল্লেখ করে তিনি মনে করিয়ে দেন প্রকৃতিকে রক্ষা করতে পারলেই মানুষের অস্তিত্ব বজায় থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *