Modi, March 6, victims Sandeshkhali, ৬ মার্চ রাজ্যে আসছেন মোদী, প্রধানমন্ত্রীর মঞ্চে উপস্থিত থাকতে পারেন সন্দেশখালির নির্যাতিতারা

আমাদের ভারত, ২২ ফেব্রুয়ারি: সন্দেশখালি নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। এই আবহের মধ্যেই বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারাসতে তার সভা রয়েছে। আগামী ৬ মাস মোদীর আসার কথা। প্রধানমন্ত্রী সভা মঞ্চে সন্দেশখালির নির্যাতিতাদের সঙ্গেও দেখা করতে পারেন বলে খবর।

সন্দেশখালির মহিলাদের ধর্ষণ করার অভিযোগ উঠেছে। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নির্যাতন চলতো রাতের পর রাত বলে অভিযোগ উঠেছে। রাজ্যপাল, তপশিলি জাতি উপজাতি কমিশন, মহিলা কমিশনের কাছে ক্ষোভ উগড়ে দিয়েছেন মহিলারা। এবার সেই নির্যাতিতাদের মুখোমুখি হতে পারেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী।

সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭ মার্চ জরুরি কাজ থাকায় একদিন আগেই ৬ মার্চ রাজ্যে আসছেন তিনি। বারাসতে মহিলা ন্যায় সমাবেশের আয়োজন করেছে বঙ্গ বিজেপি। সেই সমাবেশেই বক্তব্য রাখবেন মোদী। সেখানেই সন্দেশখালির নির্যাতিতারা প্রধানমন্ত্রীর মুখোমুখি হবেন।

বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে যদি তারা দেখা করতে চান তাহলে আমরা দেখা করাবো। তাদের ইচ্ছের উপর নির্ভর করছে। তাঁর কথায়, মহিলারা তৃণমূল নেতাদের হাতে শোষিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। তৃণমূলের হাত থেকে তাদের মুক্তি দিতে প্রধানমন্ত্রী আসছেন রাজ্যে।

লোকসভা নির্বাচনে মহিলাদের মন পেতে মরিয়া সব রাজনৈতিক দল। ইতিমধ্যেই তৃণমূলের সুপ্রিমো লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানোর কথা ঘোষণা করেছেন। এর পাল্টায় পদ্ম শিবির প্রচারে নেমে সন্দেশখালির উদাহরণ তুলে ধরছেন। বিজেপি নেতাদের দাবি, লক্ষ্মীর ভান্ডারের টাকার বদলে মহিলাদের সম্মান কেড়ে নিচ্ছে রাজ্যের শাসক দলের নেতারা।

অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফর বাতিল হয়েছে। এদিকে লোকসভা নির্বাচনের দামামা বেজে গেছে। ফলে প্রধানমন্ত্রীর এই রাজ্য সফরকে একেবারে তুঙ্গে তুলতে চাইছে বঙ্গ বিজেপি নেতারা। তাই এখন তাদের ওয়ান পয়েন্ট টার্গেট মহিলা ন্যায় সম্মেলন সফল করা।

এর আগে দিল্লিতে ১৮ ফেব্রুয়ারি বিজেপির জাতীয় সম্মেলন হয়। সেখানে বিকশিত ভারত প্রস্তাব এনেছিল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তাতে সরকারের নানা সাফল্যের কথার সাথে জায়গা পেয়েছিল সন্দেশখালি প্রসঙ্গ। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গলাতেও শোনা গিয়েছিল সন্দেশখালির কথা। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি আগেই এই ঘটনায় সরব হয়েছেন। এবার রাজ্যের বুকে মহিলা ন্যয় সমাবেশের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রীর মঞ্চে সন্দেশখালির মহিলাদের উপস্থিত করে রাজ্যের সমস্ত মহিলাদের কাছে তাদের পাশে থাকার বার্তা পৌঁছে দিতে চাইছে পদ্ম শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *