BJP, Modi, বাংলার ৩ কোটি মহিলাকে লাখপতি দিদি বানাবে মোদী সরকার, বললেন প্রধানমন্ত্রী

আমাদের ভারত, ৪ এপ্রিল: বাংলার তিন কোটি মহিলাকে লাখপতি দিদি বানাবে মোদী সরকার। কোচবিহারে বিজেপি প্রার্থীর হয়ে জনসভা করতে এসে এই ঘোষণা করেন প্রধানমন্ত্রী। নারী ক্ষমতায়ন নিয়ে তাঁর সরকার দীর্ঘ দিন ধরে কাজ করছে। আর এই প্রকল্প কার্যকর হলে আত্মনির্ভর ভারত গড়ার কাজ গতি পাবে বলে দাবি করেন নরেন্দ্র মোদী।

কিন্তু কী এই লাখপতি দিদি? প্রধানমন্ত্রী বলেন, “মোদী গ্যারান্টি দিয়েছে তিন কোটি বোনকে লাখপতি দিদি বানানোর। নমো ড্রোন যোজনার মাধ্যমে মেয়েদের ড্রোন দিচ্ছে। তাদের ড্রোন পাইলট বানাচ্ছি, যাতে চাষের ক্ষেত্রে সুবিধে হয়। বাংলার মেয়েদের আত্মনির্ভর তৈরি করতে হবে। কোচবিহার, আলিপুরদুয়ারে বহু সম্ভাবনা রয়েছে, এখানে উন্নয়নের জন্য নিরন্তর কাজ চলছে।” মোদী বলেন, দিদিদের ড্রোন পাইলট তৈরি করলে আত্মনির্ভর ভারত প্রকল্পে গতি আসবে।

কোচবিহারের সভা থেকেও সন্দেশখালির ঘটনা নিয়ে বাংলার সরকারকে আক্রমণ করেন মোদী। তাঁর হুঁশিয়ারি সন্দেশখালির ঘটনার জন্য দায়ী একমাত্র তৃণমূল। এর জন্য তৃণমূলকে ভুগতে হবে। তিনি হুঙ্কার দিয়ে বলেন, বিজেপি চেষ্টা করবে যাতে সন্দেশখালির দোষীরা সারা জীবন জেলে থাকে।

মোদী বলেন, আপনারা দেখলেন তৃণমূল সরকার কিভাবে সন্দেশখালির অপরাধীদের বাঁচানোর জন্য সম্পূর্ণ শক্তি লাগিয়ে দিলেন। সেখানে মহিলাদের ওপর কী ধরনের অত্যাচার হয়েছে। এখন বিজেপি সংকল্প নিয়েছে সন্দেশখালির দোষীদের শাস্তি দিয়েই ছাড়বে। তাদের সারা জীবন জেলেই কাটাতে হবে।

One thought on “BJP, Modi, বাংলার ৩ কোটি মহিলাকে লাখপতি দিদি বানাবে মোদী সরকার, বললেন প্রধানমন্ত্রী

  1. NITAI BHAKTA says:

    আমরা গরীব মানুষ আমাদের আমাদের মাথা উপরে ছাদ নাই , বহু কষ্টের মধ্যে দিন কাটছে,, আমরা দিন মজুরি কাচ করি,, সরকারি ভাবে আথিক সাহায্য দরকার,,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *