BJP, Arjun Singh, Commission, কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে যাতে ব্যারাকপুরে রামনবমীর মিছিল বেরোয়, কমিশনে আবেদন অর্জুন সিংয়ের

আমাদের ভারত, ব্যারাকপুর, ৪ এপ্রিল: ভগবান রামের জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ১৭ এপ্রিল পালিত হবে রামনবমী। কেন্দ্রীয় বাহিনীর নজরদারি ছাড়া যাতে রামনবমীর কোনও মিছিল না বেরোয়, এমনটাই দাবি করে জাতীয় মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, রামনবমীতে অশান্তি পাকানোর ষড়যন্ত্র করছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ইতিহাস বলছে, রামনবমীর মিছিল ঘিরে দত্তপুকুর, হাজিনগর, টিটাগড়, গারুলিয়া ও কাঁকিনাড়াতে সাম্প্রদায়িক হিংসা ছড়িয়েছিল। কমিশনারকে তাঁর পরামর্শ, রাস্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে যাতে রামনবমীর মিছিল বেরোয়।

এদিন বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, পুলিশের ভূমিকা ঠিক না থাকায় গত বছর হাওড়ার শিবপুর, হুগলীর রিষড়া ও উত্তর দিনাজপুরের ডালখোলায় রামনবমীর মিছিলে হামলার ঘটনা ঘটেছিল। তাঁর কথায়, ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রের চার-পাঁচ জায়গায় রামনবমীর মিছিল বেরোয়। কিন্তু সেই মিছিল ঘিরে যাতে কোথাও অশান্তি না হয়। সেদিকে নজর রেখেই জাতীয় মুখ্য নির্বাচন কমিশনারকে তিনি চিঠি লিখেছেন। যাতে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে মিছিল বেরোয়। কারণ, পুলিশের ওপর তাঁদের ভরসা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *