আমাদের ভারত, বর্ধমান, ২৬ নভেম্বর: বাম সংগঠনগুলোর ডাকা ভারত বনধে পূর্ব বর্ধমান জেলায় মিশ্র প্রভাব দেখা গেল। বেশ কিছু এলাকায় দোকানপাট খোলা থাকলেও শহরের অনেক জায়গায় ছিল দোকানপাট বন্ধ। অন্যান্য দিনের তুলনায় এদিন রাস্তাঘাট ছিল ফাঁকা। বেসরকারি বাস অন্যান্য দিনের তুলনায় ছিল কম। এদিন বনধ সফল করতে সকাল থেকেই পথে নামে বাম ইউনিয়নের নেতা কর্মীরা। বর্ধমান শহরের পারকাস রোড এলাকায় জোর করে দোকান বন্ধ করে দেওয়ার চেষ্টা করে বামেরা বলে অভিযোগ। যদিও প্রশাসন তাদের সেখান থেকে সরিয়ে দেয়। পালটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহরে শান্তি মিছিল বের করে।
পূর্ব বর্ধমান জেলার সিপিএমের জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক বলেন, বর্ধমান শহর, গুসকরা, মেমারি, দাঁইহাট, কাটোয়া শহরে বনধ সম্পূর্ণ ভাবে সফল হয়েছে। সাধারণ মানুষ এই বনধে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে। গ্রামাঞ্চলেও সর্বাত্মক বনধ হয়েছে। খেতমজুরেরা কাজে যোগ দেয়নি। জেলার সমুদ্রগড় ও পালসিট স্টেশনে রেল অবরোধ করা হয়। জাতীয় সড়ক অবরোধ করা হয় গুসকরা, পালসিট, পুরষা ও বড়োমুড়ো এলাকায়।
যদিও জেলা আইএনটিটিইউসি সভাপতি ইফতিকার আহমেদ বলেন, জেলার মানুষ এই বনধে সাড়া দেয়নি। বামেরা জোর করে দোকান বন্ধ করার চেষ্টা করেছিল। প্রশাসন তাদের হটিয়ে দেয়।আমরা শহরে শান্তি মিছিল বের করেছিলাম। মানুষ এই বনধকে ব্যর্থ করে দিয়েছে।