নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার হাওড়ায়, গ্রেফতার ৩

আমাদের ভারত, হাওড়া, ১০ মার্চ: প্রায় দেড়মাস নিখোঁজ থাকার পর মঙ্গলবার সকালে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়াল উলুবেড়িয়া থানার সমরুক নাজির পাড়ায়। মৃত যুবকের নাম দিল মহম্মদ (৩০)। যুবককে খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ নুরজামাল কাজী, জিয়ারুল শেখ ও মইনুদ্দিন শেখকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে নুরজামাল ও মইনদ্দিনকে মঙ্গলবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাদের ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

জানা গেছে, গত ২১ শে জানুয়ারি বিকেলে দিল মহম্মদ তার স্কুটি নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে দিল মহম্মদ ফোন করে তার স্ত্রী রেবেকা বেগমকে জানায় ফিরতে রাত হবে। যদিও রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন উলুবেড়িয়া থানায় মিসিং ডাইরী করে। এদিকে দিল মহম্মদ নিখোঁজের পরের দিন কালীনগর থেকে দিল মহম্মদের স্কুটি ও মানিব্যাগ উদ্ধার করে দিল মহম্মদের পরিবারের লোকজন। অন্যদিকে দিল মহম্মদ নিখোঁজের পর দীর্ঘদিন কেটে গেলেও তার কোন খোঁজ না পাওয়ায় তার পরিবারের লোকজন উলুবেড়িয়া থানায় বিক্ষোভ দেখায়। পরে পুলিশ তদন্তে নেমে সোমবার রাতে জিয়ারুল শেখ ও মইনুদ্দিন শেখকে গ্রেফতার করে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে মঙ্গলবার সকালে তপনা এলাকার খড়িবন থেকে দিল মহম্মদের মৃতদেহ উদ্ধার করে। পরে সন্ধ্যায় ঘটনার অন্যতম অভিযুক্ত নুরজামাল কাজী কে পুলিশ গ্রেফতার করে।

এদিকে দিল মহম্মদের মৃতদেহ উদ্ধারের পর এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়ে। তারা নুরজামাল কাজীর বাড়ি ফিরে বিক্ষোভ দেখাতে থাকে এবং বাড়িতে ভাঙ্গচুর চালায়। পরে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আশিষ মৌয ও উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনা সম্পর্কে মৃত যুবকের স্ত্রী অভিযোগ করেন বছর তিনেক আগে নুরজামালের স্ত্রী দিল মহম্মদকে নিয়ে পালিয়ে যাওয়ার পর বাড়ি ফিরে আসার পর থেকেই নুরজামাল দিল মহম্মদ কে প্রাননাশের হুমকি দিত আর তারপরেই এই ঘটনা। ঘটনা সম্পর্কে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের পুলিশ সুপার সৌম রায় জানান ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *