পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুন: আজ ঝাড়গ্ৰাম ব্লকের রাধানগর অঞ্চলের গঙ্গাধরপুর বুথে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের আর্থিক সহযোগিতায় গঙ্গাধরপুর চক থেকে গোলক মাহাত বাড়ি পর্যন্ত রাস্তার শিলান্যাস হলো। রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা নারকেল ফাটিয়ে রাস্তার শিলান্যাস করেন এবং ঝাড়গ্ৰাম পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি রেখা সরেন সবুজ রঙের ফিতে কেটে রাস্তার কাজের সুচনা করেন।
এই রাস্তার কাজ হওয়ার আনন্দে গ্ৰামের মহিলাদের উপস্থিত ছিলো চোখ পড়ার মতো। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ঝাড়গ্ৰাম ব্লক ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বন্দনা শিট, রাধানগর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ প্রামাণিক সহ সভাপতি আরসাব আলি, প্রাক্তন যুব অঞ্চল সভাপতি ভিম মান্ডি, বুথ যুব সভাপতি আলমগীর আলি সহ আরো অনেক।