আমাদের ভারত, আরামবাগ, ২৯ জুন: শনিবার আরামবাগ লোকসভার খানাকুলে এলাকার মানুষদের সংঘবদ্ধ ভাবে থাকার আবেদন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এ দিন তিনি ২৪পুর বাজার, হরিশ চক, মারোখানা কালি মন্দির ও রামচন্দ্রপুর হসপিটাল মাঠ এলাকায় বিজেপি কর্মী, সমর্থক ও স্থানীয় মানুষের সাথে দেখা করেন। সাথে তিনি কোনও রকম প্ররোচনার ফাঁদে যাতে কেউ না পড়েন, সে বিষয়ে সজাগ থাকার পরামর্শ দেন।
পাশাপাশি কোনো রকম সমস্যা হলে এলাকার বিধায়ক বা জেলা নেতৃত্বকে তা অবিলম্বে জানানোর আহ্বান জানান শুভেন্দুবাবু। তিনি দলগতভাবে দলের প্রত্যেক কর্মী, সমর্থক, কার্যকর্তা এবং তাদের পরিবারের পাশে থাকার এবং রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে প্রত্যেকের পাশে থাকার আশ্বাস দেন।
বিজেপি-র এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার এ খবর জানিয়ে লেখা হয়েছে, “লোকসভা নির্বাচনের পর থেকে আরামবাগ লোকসভার বিভিন্ন এলাকায় বহু বিজেপি কর্মী সমর্থকদের ঘর ছাড়া হতে হয়েছে। বহু কর্মী সমর্থককে ভোট পরবর্তী হিংসায় মারধর, ঘরবাড়ি ভাঙ্গচুর সহ বিভিন্ন অত্যাচারের শিকার হতে হয়েছে। রাজ্যের শাসক দলের দুষ্কৃতীদের প্রতিনিয়ত হুমকিতে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের সাথে স্থানীয় মানুষরাও ভিত সন্ত্রস্ত।”