নন্দকুমারে পরিযায়ী শ্রমিকের মারে মৃত্যু এক প্রতিবাদীর, গ্রেফতার অভিযুক্ত

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২ জুন: হোম কোয়ারেন্টাইনে থাকা এক পরিযায়ী শ্রমিকের মারে এক প্রতিবাদী যুবকের মৃত্যু হল। ঘটনায় চাঞ্চল্য নন্দকুমারের ডিহিগুমাই গ্রামে। পরিযায়ী শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ।

তন্ময় বেরা নামে ওই গ্রামেরই এক যুবক মুম্বাইয়ের পুনেতে নির্মাণ শ্রমিকের কাজ করতেন। দিনকয়েক আগে বাড়িতে ফেরে তন্ময়। সরকারি ভাবে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়। অভিযোগ, সেই নির্দেশকে উপেক্ষা করেই তন্ময় বাইরে ঘোরাঘুরি করতে থাকে। রবিবার সন্ধ্যেয় ওই গ্রামেরই যুবক অশোক বেরা সহ আরো কয়েকজন তন্ময়ের বাড়িতে গিয়ে তাকে বাড়ি থেকে না বেরোনোর কথা বলতে গেলে অশোকদের সঙ্গে বচসা শুরু হয় তন্ময়ের। উন্মত্ত অবস্থায় তন্ময় বাড়ির ভেতর থেকে বাঁশ বের করে এনে সজোরে অশোকের মাথায় আঘাত করে। গুরুতর জখম অবস্থায় অশোককে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সোমবার সন্ধ্যেতে মারা যায় অশোক। অভিযুক্ত তন্ময়কে গ্রেপ্তার করেছে নন্দকুমার থানার পুলিশ।

গ্রামের যুবকের এইভাবে মৃত্যুর পর স্থানীয় বাসিন্দাদের দাবি, যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বাড়িতে ফিরছেন তাদেরকে হোম কোয়ারেন্টাইনের বদলে সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে রাখার ব্যাবস্থা করতে হবে। না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরো ঘটতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *