ময়নায় নতুন করে চারজন করোনায় আক্রান্ত হওয়ায় এলাকায় আতঙ্ক

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২ জুন: ময়নায় নতুন করে করোনায় আক্রান্ত হল চারজন। এসবিআই ব্যাঙ্কের ময়না ব্রাঞ্চের ম্যানেজার করোনায় আক্রান্ত। তার করোনা পজিটিভ রিপোর্ট আসার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে ময়না জুড়ে। মঙ্গলবার বন্ধ রাখা হয়েছে ব্যাঙ্কের সমস্ত শাখা। ব্যাঙ্কের শাখায় করা হয়েছে স্যানিটাইজেশন। এছাড়াও আরও তিনজনের করোনা রিপোর্ট পজিটিভ আসায় আতঙ্ক ছড়িয়েছে ময়নায়।

ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, করোনায় আক্রান্ত স্টেট ব্যাঙ্কের ময়না শাখার ম্যানেজার। তিনি দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা হলেও কর্মসূত্রে তিনি ময়নাতেই থাকেন। গত মাসের ২৭ তারিখ তিনি বাড়িতে গিয়েছিলেন। পরদিন ফিরে এসে তিনি কাজে যোগ দেন। ময়নাতে থাকাকালীন এই ব্যাঙ্কের ম্যানেজার অসুস্থ হলে তার দেহে করোনা রোগের লক্ষ্মণ দেখা দেয়। তার দেহের নমুনা করানোর পরীক্ষার জন্য পাঠানো হয়। সোমবার তার রিপোর্ট পজিটিভ আসে। আতঙ্কে ময়নার স্টেট ব্যাঙ্কের ব্রাঞ্চের কাজকর্ম বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবার ব্রাঞ্চ বন্ধ রেখে পুরো স্যানিটাইজ করা হয়।

অন্যদিকে রামচন্দ্রপুরের এক বাসিন্দা মহারাষ্ট্র থেকে ফিরেছিলেন। তার শরীরেও কোভিড-১৯ এর জীবাণু মিলেছে বলে জানা গিয়েছে পরিবার সূত্রে। ময়নার পায়রাচক গ্রামের অন্য এক বাসিন্দা কর্মসূত্রে কলকাতায় থাকেন। তিনি বাড়ি ফিরে আসার পর তার দেহের পরীক্ষা করেও করোনা পজিটিভ পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে পরিবার সূত্রে।

ময়না থানার সুদামপুর গ্রামের বাসিন্দা এক মহিলা নিজের ছেলের বাড়িতে কলকাতায় থাকতেন। তিনি বাড়ি ফিরে আসার পর স্বাস্থ্য পরীক্ষা করা হলে তার শরীরেও কোভিড ১৯ পজিটিভ পাওয়া যায় বলে পরিবার সূত্রে জানা গেছে। চারজনকেই মেচোগ্রামে করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে আরো ৭ জনকে। একইসঙ্গে ময়নায় ৪ জনের করোনা পজেটিভ হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে ময়না জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *