Suvendu, Doctors’ Day, জাতীয় চিকিৎসক দিবসে শুভেন্দু অধিকারীর বার্তা

আমাদের ভারত, ১ জুলাই: মঙ্গলবার জাতীয় চিকিৎসক দিবসে শুভেচ্ছাবার্তা দিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এক্সবার্তায় শুভেন্দুবাবু এদিন লিখেছেন, “জাতীয় চিকিৎসক দিবসে আপনাদের সেবা ও যত্নের জন্য সকল চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যসেবা পেশাদারদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই। ১৯৯১ সাল থেকে ভারত ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই দিবস পালন করে আসছে। দুটোই ১ জুলাই।”

প্রসঙ্গত, ডা: বিধানচন্দ্র রায় (১ জুলাই ১৮৮২ – ১ জুলাই ১৯৬২) ছিলেন কিংবদন্তি চিকিৎসক, স্বাধীনতা সংগ্রামী এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি ছিলেন একজন F.R.C.S এবং M.R.C.P পাশ করা চিকিৎসক এবং তাঁর চিকিৎসা সেবা ছিল আন্তর্জাতিক মানের। সমাজসেবা ও চিকিৎসাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তাঁকে ১৯৬১ সালে ভারত রত্ন সম্মানে ভূষিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *