আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৩ ফেব্রুয়ারি: তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও এলাকাবাসীরা।
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার প্রতাপপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখালো তৃণমূলের নেতারাই।প্রতাপপুর ১ গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে, বিরোধীশূন্য। তবে অভিযোগ, এই পঞ্চায়েত এলাকার মুড়াইল স্টেশন থেকে পুরো গ্রামের মোরাম রাস্তা দীর্ঘদিন সংস্কার না হওয়ার কারণে চরম বেহাল। বর্তমান পঞ্চায়েত সদস্য মুফলেশুর দত্তের অভিযোগ পঞ্চায়েতে অজ্ঞাত কোনও কারণে বঞ্চিত করা হচ্ছে মুড়াইল গ্রামকে। তাই আজ সোমবার সকাল ১০টা থেকে পঞ্চায়েত অফিসের গেটে বিক্ষোভ দেখান পঞ্চায়েত সদস্য ও গ্রামবাসীরা। এছাড়াও সাড়ে এগারোটা বেজে গেলেও পঞ্চায়েতের কর্মীদের দেখা পাওয়া যায় না। বিভিন্ন অনিয়মের প্রশ্ন তুলে এদিন গ্রামবাসীরা মুফলেশুর দত্তের নেতৃত্বে বিক্ষোভ দেখান।
এদিন বিক্ষোভকারীরা জানান, আগামী একমাসের মধ্যে রাস্তা সংস্কার না হলে, পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানো হবে। পঞ্চায়েত প্রধান উপপ্রধান অবশ্য এই ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি।