ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট অধিনায়ক ফ্রাঙ্ক ওরেলকে শ্রদ্ধা জানিয়ে স্মরণ করল পুরুলিয়ার এমএসএ  

সাথী প্রামানিক, পুরুলিয়া, ৩ জানুয়ারি: শ্রদ্ধার সঙ্গে ক্রিকেট বিশ্বের অন্যতম ব্যক্তিত্ব স্যার ফ্র্যাঙ্ক ওরেলকে স্মরণ করল পুরুলিয়া জেলা ক্রীড়া সংস্থা মানভূম স্পোর্ট্স অ্যাসোসিয়েশন। সোমবার ফ্রাঙ্ক ওরেল ডে উপলক্ষে এমএসএ চত্বরে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল জেলা ক্রীড়া সংস্থা। জেলার প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় ও ক্রীড়া ব্যক্তিত্বের উপস্থিতিতে অনুষ্ঠানের সূচনা হয়। ফ্র্যাঙ্ক ওরেলের ছবিতে মালা ও ফুল নিবেদন করে অনুষ্ঠানের সূচনা করেন এমএসএ’র অন্যতম ক্রীড়া সংগঠক তথা পুরুলিয়া পুরসভার উপ পুরপ্রধান বৈদ্যনাথ মণ্ডল। একইভাবে অন্যান্য বিশিষ্টজন ও কর্মকর্তারাও শ্রদ্ধা জানান।   

স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবিরের আয়োজন করেএমএসএ।  শুধু ক্রিকেট প্রেমী নয়, অনেক ক্রীড়া প্রেমিও রক্তদান করেন।  বর্তমানে ঝকঝকে কর্পোরেট ক্রিকেট জগতে, কিছু ব্ল্যাক এন্ড হোয়াইট ক্রিকেটারের নাম চির অমলিন থেকে যাবে বলে স্মৃতি চারণ করেন এদিনের উদ্বোধক বৈদ্যনাথ মণ্ডল। তিনি বলেন,‘ক্রিকেট সংস্কৃতির ঐতিহ্যের সেই রকমই এক উজ্জ্বল নাম স্যার ফ্রাঙ্ক ওরেল। যিনি বিপক্ষ অধিনায়কের প্রাণ বাঁচানোর জন্য রক্তদান করার আহ্বান জানিয়েছিলেন নিজের এবং অপর দলের সমস্ত ক্রিকেটারের কাছে। বলাই বাহুল্য সবার আগে রক্তদান করতে এগিয়ে এসেছিলেন স্যার ফ্রাঙ্ক ওরেল নিজেই।’
    

এমএসএ’র কোষাধ্যক্ষ পার্থ মুখার্জি জানান, ‘১৯৬২-র উনিশ বছর পর, ১৯৮১ সালে ক্রিকেট অ্যাসোসিয়েসন অফ বেঙ্গল সিদ্ধান্ত নেয় প্রতি বছর ৩রা ফেব্রুয়ারি, তাদের প্রতিষ্ঠা দিবস উদযাপন করবে একটা রক্তদান শিবিরের মাধ্যমে এবং কিংবদন্তি মানবিক ক্রিকেটার স্যার ফ্রাঙ্ক ওরেলের নামে উৎসর্গিত এই দিনটার নাম হবে ফ্রাঙ্ক ওরেল ডে। ১৯৮১ সালের ৩রা ফেব্রুয়ারি নরি কন্ট্রাক্টর নিজে ইডেন গার্ডেনে উপস্থিত থেকে, রক্তদান করে ও সমস্ত রক্তদাতাদের সার্টিফিকেটে সই করার মাধ্যমে তাঁদের উৎসাহিত ক‍রে এই পরিকল্পনার প্রাণ প্রতিষ্ঠা করেন। সূচনা হয়, ক্রিকেটের সাথে মানবিকতার এক অনন্য সাধারণ যাত্রাপথের। ২০১১ সাল থেকে ফ্র্যাঙ্ক ওরেল ডে পালন করছে এমএসএও।
 

 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *