ব্যাপক হারে বাড়তে চলেছে জীবনদায়ী ওষুধের দাম

আমাদের ভারত,১৪ ডিসেম্বর: একে তো পেঁয়াজের দামে নাজেহাল অবস্থা মানুষের। এরপর কোপ পড়তে চলেছে স্বাস্থ্যে।একেবারে সামান্য থেকে সামান্যতম ওষুধের দাম ব্যাপক হারে বাড়তে চলেছে। অ্যান্টিবায়োটিক, অ্যান্টি অ্যালার্জি, অ্যান্টি ম্যালেরিয়া, বিসিজি ভ্যাকসিন ও ভিটামিন-সি রয়েছে এই দাম বৃদ্ধির তালিকায় বলে সূত্রের খবর।

রেগুলেটর ন্যাশনাল ফার্মাসিটিক্যাল প্রাইসিং অথরিটিবা এনপিপিএ শুক্রবার ওষুধ বিক্রির দাম ৫০% পর্যন্ত বাড়িয়েছে বলে জানা গেছে।

চীন থেকে আমদানি করা জিনিসের দাম প্রায় ২০০% বাড়ানোর ফলে প্রায় ১২ রকমের ওষুধের দাম বাড়তে চলেছে বলে জানা গেছে।

এতবড় সিদ্ধান্ত নেওয়ার কথা বলতে গিয়ে এনপিপি জানিয়েছে, এই ওষুধগুলো ফাস্ট লাইন ট্রিটমেন্ট বিভাগে পড়ে। মানুষের স্বাস্থ্যের জন্য এই ওষুধগুলো অত্যন্ত জরুরী। বেশ কয়েকটি সংস্থা এই ঔষুধ উৎপাদন বন্ধ করার পক্ষে সওয়াল করলেও তা বন্ধ করা হয়নি। এই ওষুধগুলো সস্তায় বিক্রি করাই উচিত। তবে যদি ঔষধ নির্মাণের কাঁচামাল যদি বাজারে আসা বন্ধ হয় তাহলে অনেক দামেই জীবনদায়ী ওষুধগুলি কিনতে হবে মানুষকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *