নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৪ ডিসেম্বর: বিজেপির টাকায় আন্দোলনকারীরা বাংলাকে অশান্ত করছে। শানিবার এই ভাষাতেই সংখ্যালঘু সমাজের ক্যাবের বিরুদ্ধে হিংসায় যুক্ত থাকা আন্দোলনকারীদের আক্রমন করলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরাদ হাকিম। তিনি বলেন, বাংলায় থেকে কেন বাংলায় অশান্তি ছড়াচ্ছেন আপনারা? এতে বিজেপির আদতে লাভ হচ্ছে। অরাজকতা করে বিজেপির হাত শক্ত করা হচ্ছে। পথ অবরোধ করে, বাস জ্বালিয়ে বাংলার মানুষকে অসুবিধেয় ফেলা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বার বার বলেছেন বাংলায় এনআরসি চালু হবে না।
আন্দোলনকারীরা সত্যিই আন্দোলন করতে চাইলে মমতার সঙ্গে আসুন। সোমবার মুখ্যমন্ত্রী ক্যাবের বিরুদ্ধে মিছিলের ডাক দিয়েছে। আপনারা সেই মিছিলে হাঁটুন। সামাজিক ও রাজনৈতিক ভাবে বিজেপিকে মোকাবিলা করুন। আমরা সবাই সমাজবিরোধী নই। যে রাস্তায় মানুষের অসুবিধে করবো। সেইজন্য সংখ্যালঘু সমাজের আন্দোলনকারীদের কাছে পুরমন্ত্রী ফিরাদ হাকিমের আবেদন বাংলাকে শান্ত রাখুন।