তারক ভট্টাচার্য
আমাদের ভারত, ৬ জানুয়ারি: শহরের তার-চিত্র বদলাতে উদ্যোগী হলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। এই উদ্যোগকে স্বার্থক করতে তিনি অপ্রয়ােজনীয় কেবল দ্রুত খােলার জন্য অপারেটরদের কড়া নির্দেশ দিলেন। সােমবার সায়েন্স সিটিতে ‘কেবল টিভি শাে ২০২০’-এর আনুষ্ঠানিক উদ্বোধনে অপারেটরদের উদ্দেশ্যে মেয়র বলেন, ‘চলতি বছরের মধ্যেই শহরের সমস্ত অকেজো কেবল খুলে ফেলতে হবে। নচেৎ পুরসভাই সমস্ত কেবল কেটে সাফ করে দেবে।’
শহরের তার-চিত্র বদলাতে এর আগেও বহুবার প্রশাসনের তরফে কেবল অপারেটরদের সতর্কবার্তা দেওয়া হয়েছিল। তার পরও বিন্দুমাত্র তারের কুণ্ডলীর চিত্র বদলায়নি। টালা থেকে টালিগঞ্জ, বেহালা থেকে বেলেঘাটা- শহরের সর্বত্র বাতিস্তম্ভ থেকে বিপজ্জনকভাবে তারের কুণ্ডলী ঝুলছে। এর জেরে যেমন দৃশ্যদূষণ হচ্ছে , তেমনই থাকছে বড় বিপদের আশঙ্কাও। এদিন ফিরহাদ জানান, একদিকে শহরের সৌন্দর্যায়ন নিয়ে যখন সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেখানে রাস্তার পাশে ঝুলে থাকা কালাে কালাে তারের জালে ছেয়ে গিয়েছে শহর। যা শুধু দৃশ্যদূষণই নয় বিপজ্জনকও বটে। ফিরহাদ বলেন, ‘শহর সুন্দর রাখা একটা সামাজিক দায়িত্ব। সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এর পরে কেউ তা না-মানলে, পুরসভার লােকজন গিয়ে সমস্ত কেবল কেটে দেবে।’
মেয়র কেবল অপারেটরদের জানান, তাঁদের সমস্ত প্রকার ব্যবসায়িক স্বার্থে রাজ্যসরকারের সহযােগিতা থাকবে। কিন্তু, শহরবাসীকে অসুবিধায় ফেলে কিছু করা যাবে না। এদিন ‘কেবল টিভি শাে ২০২০’-এর ২৩তম বার্ষিক অনুষ্ঠানের সূচনা হয় সায়েন্স সিটি ময়দানে। চলবে আগামী বুধবার পর্যন্ত। দশ হাজারেরও বেশি কেবল অপারেটর, ব্যবসায়ী থেকে শুরু করে এমএসওরা এই শো-এ অংশগ্রহণ করেছেন বলে জানান সিটিএমএর চেয়ারম্যান পবন জাজোরিয়া।