অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৬ জানুয়ারি: ঝাড়গ্রাম জেলার নয়াগ্ৰাম ব্লকের খড়িকামাথানী নেতাজি ফুটবল ময়দানে আজ থেকে শুরু হল সবুজ উৎসব। যেটি চলবে আগামী ১২ই জানুয়ারি পর্যন্ত। নয়াগ্ৰাম পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই অনুষ্ঠান শুরু হয়। আজ বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে এই সবুজ উৎসবের সূচনা করেন ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানী। এছাড়াও উপস্থিত ছিলেন নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু, ঝাড়গ্রাম জেলা পরিষদের সদস্য উজ্জ্বল দত্ত, স্বপন পাত্র ও নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির অন্যান্য সদস্যরা।