নার্স-স্বাস্থ্যকর্মী করোনা পজিটিভ হওয়ায় বন্ধ মারওয়াড়ি রিলিফ সোসাইটি

সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ২৬ এপ্রিল: করোনা সংক্রমণের জেরে ফের বন্ধ হয়ে গেল আরও একটি হাসপাতাল। আমহার্স্ট স্ট্রিটের শ্রী বিশুদ্ধানন্দ সরস্বতী মারওয়াড়ি হাসপাতালের পর ওই এলাকারই মাড়োয়ারি রিলিফ সোসাইটি হাসপাতাল বন্ধ হল। হাসপাতালের একজন নার্স ও স্বাস্থ্য কর্মীর করোনা পজিটিভ রিপোর্ট আসাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, যে ১৫ জনের সংস্পর্শে ওই দুজন এসেছিলেন, তাদেরকে স্বাস্থ্য দফতরের নির্দেশে ওই হাসপাতালেই আলাদা করে রাখার জন্য বলা হয়েছে।

কিভাবে সংক্রমণ ছড়াল মারওয়ারি রিলিফ সোসাইটি হাসপাতালে? জানা গিয়েছে, কিছুদিন আগে রোগীদের চিকিৎসা করতে করতেই ওই নার্স ও স্বাস্থ্যকর্মীর করোনার কিছু উপসর্গ দেখা দেয়। তাদের রাজারহাটে কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়। সেখানেই টেস্ট করা হলে তাদের রিপোর্ট পজিটিভ আসে। খবর এসে পৌঁছয় হাসপাতালে। যে ১৫ জনের সংস্পর্শে ওই দুজন আসেন, তাদেরকে স্বাস্থ্য দফতর থেকে ওই হাসপাতালেই আলাদা করে রাখার জন্য বলা হয়। ফল এই হাসপাতালই হয়ে দাঁড়ায় কোয়ারেন্টাইন সেন্টার। আর সেই কারণে হাসপাতাল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন হাসপাতাল কর্তৃপক্ষ। এখন শুধুমাত্র ওই হাসপাতালে ১৫ জন স্বাস্থ্যকর্মী থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *