পার্থ খাঁড়া, পশ্চিম মেদিনীপুর, ১৭ আগস্ট: আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে মেদিনীপুর শহরে প্রতিবাদ মিছিল করলো বামফ্রন্ট। শহরের পঞ্চুরচক থেকে মিছিলটি বের হয় যা শহরের রিংরোড পরিক্রমা করে। এই প্রতিবাদ মিছিল থেকে মহিলা চিকিৎসকের মৃত্যুর সঙ্গে জড়িত দোষীদের শাস্তির দাবি তোলা হয়।
ঘটনায় প্রকৃত দোষীদের সনাক্ত করে তাদের ফাঁসির দাবিও করা হয় এই প্রতিবাদ মিছিল থেকে। মিছিলে পা মেলায় বামফ্রন্টের সকল জেলা নেতৃত্ব।