পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ আগস্ট: আরজিকরে চিকিৎসক মৃত্যুর ঘটনায় প্রতিবাদে নামলো তৃণমূল কংগ্রেস। শনিবার বিকেল চারটে নাগাদ মেদিনীপুর শহরের বিদ্যাসাগর স্মৃতি মন্দির থেকে প্রতিবাদ মিছিল বের করে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস।
এই প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন জেলা সভাপতি সুজয় হাজরা। মিছিলে পা মেলান জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পাণ্ডব, কাউন্সিলর মৌসুমী হাজরা, মৌ রায়, নিরুপমা কোনার সীট, সৌরভ বসু, সীমা ভকত সহ হাজার খানেক দলীয় কর্মী।
বিদ্যাসাগর হল থেকে মিছিলটি বের হয়, যা গান্ধী মূর্তি, পঞ্চুর চক, বটতলা চক পরিক্রমা করে। এই মিছিল থেকে আরজিকরের ঘটনায় জড়িত দোষীর ফাঁসির দাবি তোলা হয়। পাশাপাশি সাত দিনের মধ্যে যাতে সিবিআই সঠিক দোষীকে সনাক্ত করে সেই দাবিও তোলা হয় এই প্রতিবাদ মিছিল থেকে।