স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৬ অক্টোবর: নবমীর রাতে জনজয়োরে ভাসল রায়গঞ্জ। পূজা মন্ডপে ছিল যথেষ্ট ভিড়। ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত পূজা দেখতে দর্শনার্থীদের তেমন ভিড় লক্ষ্য করা না গেলেও গতকাল রাতে তার উল্টো চিত্র লক্ষ্য করা গেল। হেঁটেই দর্শনার্থীরা শিলিগুড়ি মোড় থেকে রাসবিহারী মার্কেট পর্যন্ত প্রতিমা দর্শন করে। দর্শনার্থীদের মুখে মাস্ক থাকলেও সামাজিক দূরত্ব শিকেয় উঠেছিল। শিলিগুড়ি মোড় থেকে শুধুই মাথা।
আজ দশমী। আবার একবছরের অপেক্ষা। তাই প্রতিমা দর্শনের শেষ দিনে রায়গঞ্জের মানুষ চেটে পুটে নিতে বেড়িয়ে পড়েছিল। সন্ধ্যা থেকে পূজা মন্ডপেগুলোয় ভিড় উপচে পড়ছে। ভিড় নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মিদের হিমশিম খেতে হয়েছে।