আমাদের ভারত, ২৫ অক্টোবর :
ধোনিদের কাছে ছিল নিছক নিয়মরক্ষার ম্যাচ। তাদের আই পি এলের আশা কার্যত শেষ হয়ে গেছে। ফলে চাপমুক্ত হয়ে দুবাই স্টেডিয়ামে বেঙ্গালুরুকে আট উইকেটে বেঙ্গালুরুকে হারিয়ে দিল।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ধোনিদের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বিরাট কোহলির দল। ৩১ রানের মাথায় ফিঞ্চ ফিরে যেতেই মাঠে নামেন অধিনায়ক কোহলি ৪৩ বলে তিনি করেন ৫০ রান। এর মধ্যে একটা চার ও একটা ছয় মারেন তিনি। এই ছয় মারার সুবাদে আইপিএলের ইতিহাসে ২০০ টি ছক্কা মারার নজির গড়লেন তিনি।কিন্তু ৬ উইকেট হারিয়ে ১৪৫ রানে থেমে যায় কোহলিদের ইনিংস। ডিভিলিয়ার্স (৩৯ রান) ছাড়া কেউ রান পায়নি। স্যাম কারেন ১৯ রানে ৩ উইকেট নেন। চাহার দুটি উইকেট তুলে নেয়।
১৪৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ঋতুরাজ গায়কোয়াড (অপরাজিত ৬৫), রায়াডু ৩৯ ও ডুপ্লেসির ১৩ বলে ২৫ ও ধোনির অপরাজিত ১৯ রান ১৮.৪ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেয়। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত ঋতুরাজ গায়কোয়াড।