আমাদের ভারত, ব্যারাকপুর, ২৪ এপ্রিল: ভাটপাড়া পৌর এলাকার দীঘির পাড় এলাকা থেকে বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার। এই ঘটনায় ব্যারাকপুরে শুরু হলো রাজনৈতিক তরজা। এই নিয়ে তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগেছেন অর্জুন সিং।
প্রসঙ্গত, ব্যারাকপুর কেন্দ্রে নির্বাচন শান্তিপূর্ণ করতে বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ। বুধবার বিকেলে তল্লাশি চালিয়ে ৪০ টি তাজা বোমা উদ্ধার করে ভাটপাড়া থানার পুলিশ। রাতেই উদ্ধার হওয়া তাজা বোমার বেশ কয়েকটি নিষ্ক্রিয় করে বোম স্কোয়াড। সেই সঙ্গে ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাস। এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন কে বা কারা বোম রেখেছিল তার তদন্ত শুরু হয়েছে।
অপর দিকে বিজেপি প্রার্থী অর্জুন সিং এই ঘটনায় NIA তদন্তের দাবি করে বলেন, তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিকের চ্যালারা এই বোম মজুত করেছিল। তাঁর আরো দাবি, প্রশাসন গুরুত্ব দিয়ে কাজ করছে না। তিনি নির্বাচন কমিশনে বোমা মজুত থাকার কথা জানানো ও সোস্যাল মিডিয়াতে বিষয়টি নিয়ে সরব হতেই নড়েচড়ে বসেছে প্রশাসন।
অন্য একটি ঘটনায়, ভাটপাড়ার তৃণমূল কাউন্সিলরকে মারধর এবং পার্টি অফিস ভাঙ্গচুর করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায়, ভোটের মুখে আবার প্রকাশ্যে চলে এলো ভাটপাড়া তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।
ভাটপাড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সন্দিয়া পাড়া এলাকায় দলীয় কার্যালয়ের সামনেই তৃণমূল কাউন্সিলর সত্যেন রায় এবং তাঁর ছেলে শানু রায়কে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। ভাঙ্গচুর করা হয় পার্টি অফিস। তৃণমূল কাউন্সিলর অভিযোগ, দেবরাজ ঘোষ নামের এক তৃণমূল কর্মী তার ওপর অতর্কিত হামলা চালায়। ঘটনার তদন্ত করছে ভাটপাড়া থানার পুলিশ