অধিকারী পরিবার ছাড়াই আগামীকাল নন্দীগ্রামে মমতার সভা

আমাদের ভারত, নন্দীগ্রাম, ১৭ জানুয়ারি: আগামীকাল নন্দীগ্রামের তেখালিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা। শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়ার পরে পূর্ব মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রথম জনসভা এবং এই সভাতে অধিকারী পরিবারের শিশির অধিকারী এবং তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী দুজনেই আসছেন না। দুজনেই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আসছেন না মমতা বন্দ্যোপাধ্যায় এর জনসভায়। শুভেন্দু অধিকারী এবং ছোট ভাই সৌমেন্দু অধিকারী আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তাই এই প্রথম অধিকারী পরিবার ছাড়াই পূর্ব মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা।

এই জনসভায় রেকর্ড সংখ্যক লোক জড়ো করাই এখন চ্যালেঞ্জ তৃণমূলের কাছে। তৃণমূলের জেলা সভাপতি ডক্টর সৌমেন মহাপাত্র জানিয়েছেন এই জনসভায় ৩ লক্ষাধিক মানুষ আসবেন, তাদের জায়গা দেওয়াই মুশকিল হয়ে দাঁড়াবে। নন্দীগ্রামের নেতা তথা পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি শেখ সুফিয়ান জানিয়েছেন আগামীকালের তেখালি এই সভা একটা ছোট ব্রিগেড হবে। রেকর্ড সংখ্যক মানুষ এই জনসভায় আসবেন। যা আগে কোনওদিন পুর্ব মেদিনীপুরে হয়নি।

নন্দীগ্রামের জনসভার পাশাপাশি পাশেই আলাদা মঞ্চে প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল সাড়ে বারোটায় এই প্রশাসনিক সভা শুরু হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। এই প্রশাসনিক সভার পরেই হবে জনসভা। জনসভায় তিনটি মঞ্চ থাকবে। দলীয় সূত্রে জানা গেছে একটি মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আরেকটি ভিআইপি মঞ্চ এবং আরেকটি হবে শহীদ পরিবারের জন্য। মুখ্যমন্ত্রী আসার জন্য হেলিপ্যাডে তৈরি হয়ে গেছে আজ হেলিকপ্টার এসে ট্রায়াল’ রান দিয়ে গেছে। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে এই দুটি সভা ঘিরে।
এই দুটি সভার সমস্ত কিছু ব্যবস্থা খতিয়ে দেখতে বেশ কয়েকবার জেলা শাসক ও জেলা পুলিশ সুপারসহ জেলা প্রশাসনের আধিকারিকরা সভাস্থল ঘুরে গেছেন। দলীয় নেতা মন্ত্রীও বেশ কয়েকবার এই সভাস্থলে সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখে গেছেন। সভায় আসা মানুষজনের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই সমস্ত বিষয় নিয়েও বেশ কয়েকবার আলোচনায় বসেছেন দলীয় নেতৃবৃন্দ। তৃণমূলের কাছে এখন বড় চ্যালেঞ্জ অধিকারীকে পরিবার ছাড়া এই সভা সফল করা। এখন শুধু অপেক্ষা আগামীকালের সভার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *