আমাদের ভারত, বালুরঘাট ৪ মার্চ: দক্ষিণ দিনাজপুরের ভোট বৈতরণীতে অর্পিতাতেই আস্থা মমতার। বুনিয়াদপুরের কর্মী সভায় একগুচ্ছ প্রশংসা করে নেতা কর্মীদের বোঝালেন তৃণমূল সুপ্রিমো। আনন্দে আপ্লুত অর্পিতা। বিগত কয়েক দিন ধরে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে চলা অর্পিতা বদলের জল্পনা কাটালেন খোদ তৃণমূল সুপ্রিমো স্বয়ং। তাঁর কথায় এ জেলায় দলের দায়িত্ব দেওয়া হয়েছে অর্পিতাকে। এখানকার মাটি মজবুত করতে হলে অর্পিতাই করবে। বুধবার বুনিয়াদপুর ফুটবল ময়দানে দলীয় সভায় দাঁড়িয়ে মমতা আরো বলেন, একটা নির্বাচনে হেরেছি, কিছু যায় আসে না। যারাই সেদিন বিরোধিতা করেছিল, তারাই বিজেপির মুখোশধারী হয়ে বিজেপিকে সমর্থন দিয়েছিল। কিন্তু বাইরে থেকে জেলায় কাজ করতে এসে বড়ো দুর্ঘটনার কবলে পড়েছিল অর্পিতা। তার পরেও দলের হয়ে নিষ্ঠার সাথে কাজ করেছে। ‘বিজেপি বলছে ২০০ আসন দরকার। কিন্তু ১ থেকে ২৯৪টি আসনই আমার টার্গেট।
এদিন মঞ্চে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদা, জেলার অবজারভার রাজীব বন্দ্যোপাধ্যায়, জেলা সভাপতি অর্পিতা ঘোষ সহ জেলার অনান্য নেতৃত্বরা।
উল্লেখ্য, সম্প্রতি প্রাক্তন জেলা সভাপতি তথা বিজেপি নেতা বিপ্লব মিত্রের তৃণমূলে ফেরা নিয়ে জোর জল্পনা শুরু হয় দক্ষিণ দিনাজপুর জেলায়। যদিও অর্পিতা ঘোষ সেই জল্পনা প্রথম থেকেই উড়িয়ে দিয়েছিলেন। এদিন প্রকাশ্য সভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরে সেই বিষয়টি আরও পরিষ্কার হয়েছে।
জেলা তৃণমূল সভাপতি অর্পিতা ঘোষ কিছুটা আপ্লুত হয়ে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী তাঁর উপরেই ভরসা রেখেছেন। অনেক জল্পনাই শোনা যায় তবে মানুষকে বিব্রত করতে এমন গুঁজব রটানো হয়েছিল বলে তাঁর অভিমত। আগামী নির্বাচনে জেলায় বিপুল ভোটে জয়ী হবে তৃণমূল কংগ্রেস বলেও জানিয়েছেন অর্পিতা ঘোষ।