আমাদের ভারত, হুগলী, ৪ মার্চ: আগুনের গ্রাসে চলে গেল একটি দোতলা বাড়ি। ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের পাঁচুবাবুর বাজার এলাকার সরকার বাগানে। স্থানীয় সুত্রে খবর, আজ বিকেল ৪ টে নাগাদ বাড়িটির দোতলা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহুর্তে সেই ধোঁয়া আগুনের লেলিহান শিখার রুপ নেয়। স্থানীয়রাই দমকলে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন আসে। প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সরকার বাগানের এই এলাকার রাস্তা সরু হওয়ায় দমকল কর্মীদের কাজে বেগ পেতে হয়। তবে কি কারণে আগুন লাগলো তা স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক অনুমান বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে।
বাড়ির মালিক রমানাথ গোপ জানান, বাড়ির দোতললার পুরোটাই আগুনের গ্রাসে চলে গেছে। সেই সময় বাড়িতে কেউ ছিলো না বলে হতাহতের ঘটনা ঘটেনি।