আমাদের ভারত, ৩০ মে: পুরীর জগন্নাথ দেবের চন্দন যাত্রায় বাজির স্তূপে আগুন লেগে ভয়াবহ দুর্ঘটনা। বাজি ফেটে জখম হলেন বহু পুণ্যার্থী। এই ঘটনায় বৃহস্পতিবার
এক্স-বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি লিখেছেন, “ভগবান জগন্নাথের চন্দন যাত্রার সময় পুরীতে বিধ্বংসী আতশবাজির ঘটনা সম্পর্কে জেনে হতবাক। দুর্ঘটনার ফলে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের দ্রুত এবং সম্পূর্ণ সুস্থতার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ওড়িশা সরকারের প্রতি সংহতি জানাই।”
ঘটনাটি ঘটেছে বুধবার রাতে ওড়িশার পুরীতে। চন্দন যাত্রা উপলক্ষে বহু পুণ্যার্থী জড়ো হয়েছিলেন। সেই সময় দুর্ঘটনাটি ঘটে। সূত্রের খবর, অন্তত ২৫ জন গুরুতর জখম হয়েছেন। তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।