আজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা থেকে সরে যাওয়ার দিন গোনা শুরু: জ্যোতির্ময়

সাথী দাস, পুরুলিয়া, ৭ ডিসেম্বর: শিলিগুড়িতে দলীয় কর্মীর মৃত্যুতে তীব্র  নিন্দা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা। পুরুলিয়ায় দলীয় এক কর্মসূচিতে যোগ দিয়ে সংবাদ মাধ্যমকে তিনি ওই প্রসঙ্গে বলেন, “অন্যায় আর অত্যাচারের জন্য অস্ত্রের ব্যবহার করছে। আর আমাদের জন সমর্থন, জনবল, জনশক্তি রোখার চেষ্টা চালাচ্ছে তৃণমূল সরকার।”

রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা পুরুলিয়ার সংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ঘটনা প্রসঙ্গে বলেন, “তৃণমূল এদিন গুন্ডাদের মতো আচরণ করে, গুলি চালিয়েছে পুলিশ। তাতে আমাদের রাজবংশী সমাজের কার্য কর্তাকে হত্যা করা হয়েছে। রাজ্য বিজেপির পক্ষ থেকে আমি এর ঘোর নিন্দা করছি। এরকম কালা দিন আর যেন না হয়। তবে, এই ঘটনার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা থেকে সরে যাওয়ার দিন গোনা শুরু।”

প্রসঙ্গত, আজ উত্তরকন্যা অভিযানে যাওয়া এক কর্মীর পুলিশের লাঠির আঘাতে মৃত্যু হয়েছে বলে অভিযোগ বিজেপির। পুলিশের লাঠিতে গুরুতর আহত অবস্থায় বছর পঞ্চাশের উলেন রায় নামে ওই বিজেপি কর্মীকে স্থানীয় নার্সিং হোমে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি মারা যান বলে দাবি বিজেপির। এই ঘটনার কথা ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় বইতে শুরু করে রাজ্যের অন্যান্য জায়গার সঙ্গে পুরুলিয়াতেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *