আমাদের ভারত, ২৩ নভেম্বর: “মা-মাটি-মানুষকে বিনম্র চিত্তে অভিবাদন জানাই। জয় বাংলা।” শনিবার উপনির্বাচনে জেতার পর সামাজিক মাধ্যমে এই মন্তব্য করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি লিখেছেন, “আমার অন্তরের অন্তঃস্থল থেকে মা-মাটি-মানুষকে জানাই প্রণাম, জোহার এবং সেলাম। আপনাদের এই আশীর্বাদ আমাদের আগামীর চলার পথে আরও সক্রিয় ভাবে মানুষের কাজ করার উৎসাহ দেবে,’ উপনির্বাচনে জয়ের পর লিখলেন মমতা।
জয়ের পর শুভেচ্ছা জানিয়েছে তৃণমূল নেত্রী লেখেন, “মানুষই আমাদের ভরসা। আমরা সবাই সাধারণ মানুষ, এটাই আমাদের পরিচয়। আমরা জমিদার নই, মানুষের পাহারাদার। আপনাদের আশিস আজীবন হৃদয় স্পর্শ করে থাকবে।”
প্রসঙ্গত, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, সিতাই ও মাদারিহাট— রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশিত হয়েছে শনিবার। এই ছয় আসনের মধ্যে পাঁচ আসনের বিধায়ক গত লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হয়েছেন। ফলে, তাঁদের বিধানসভা কেন্দ্রগুলি বিধায়ক শূন্য হয়ে পড়েছিল।