আমাদের ভারত, ১৭ ফেব্রুয়ারি: লালবাজার থেকে ঢিল ছোড়া দূরত্বে বেআইনি অস্ত্রের কারবার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার পুলিশের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, অপদার্থতার প্রতিযোগিতায় গোল্ড মেডেল পেতেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সুকান্ত মজুমদার বলেন, লালবাজারে পুলিশের ঊর্ধ্বতম কর্তারা বসেন, তারপরেও তাদের নাকের ডগায় বেআইনি অস্ত্রের কারবার চলে। তাহলে প্রথম প্রশ্ন যেটা ওঠে, আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ ও পুলিশমন্ত্রী কতটা অপদার্থ। অপদার্থতার প্রতিযোগিতা হলে দেশের মধ্যে গোল্ড মেডেল পেতেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেন, তার অপদার্থ ডিজি তিনিও গোল্ড মেডেল পেতেন এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই।
প্রসঙ্গত, ক্যানিংয়ের জীবনতলায় ঝুড়িঝুড়ি কার্তুজ উদ্ধারের ঘটনায় নাম জড়িয়েছে লালবাজার থেকে ১০০ মিটার দূরে অবস্থিত একটি বৈধ অস্ত্রের দোকানের। অভিযোগ, ওই দোকানে পরীক্ষার জন্য যে কার্তুজ, গুলি অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে পাঠানো হতো, সেগুলি চোরা পথে চলে যেত দুষ্কৃতিদের হাতে। এই রকম ১৯০টি কার্তুজ উদ্ধার করেছে বেঙ্গল পুলিশের এসটিএফ। একই সঙ্গে এই ঘটনায় পাঁচ জনকে গ্রেফতারও করেছে তদন্তকারীরা। উদ্ধার হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র।
শনিবার বিকেলে অস্ত্রের দোকানে তল্লাশি চালিয়েছে এসটিএফ। সেখানেগুলির স্টক ও রেজিস্টারের হিসাবে গড়মিল ধরা পড়েছে বলে জানাগেছে। এরপর রেজিস্টারটি বাজেয়াপ্ত করেন তদন্তকারী আধিকারিকরা।