সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৭ ফেব্রুয়ারি: উত্তরপ্রদেশের প্রয়াগরাজ মহাকুম্ভে স্নান করতে গিয়ে নিখোঁজ হলেন ৬০ বছরের প্রৌঢ়। উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা থানার পায়রাগাছি তিন নম্বর কলোনির বাসিন্দা অমিত রায়। জানা গিয়েছে, কুম্ভে স্নান করার জন্য গত ১০ তারিখে বাড়ি থেকে তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে রওনা দেন। ১২ তারিখে ওখানেই স্নান করেন। শৌচালয়ে যাবে বলে স্ত্রীকে বসিয়ে রেখে যায়। তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায় না।
পরিবারকে খবর দিলে ঘটনাস্থলে পৌছায় তার ছেলে। চার দিন পরেও খোঁজ নেই তাঁর। প্রতীক্ষা ক্রমশই দীর্ঘ হচ্ছে। কোনও যোগাযোগ নেই। চরম উৎকণ্ঠায় পরিবার। বাবাকে খুঁজে পেতে বাধ্য হয়ে উত্তরপ্রদেশ রওনা দিচ্ছেন ছেলে অভিষেক রায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বাবাকে সঙ্গে নিয়ে মা ১০ তারিখ বাড়ি থেকে বের হয় কুম্ভ মেলার উদ্দ্যেশে। সাঁতরাগাছি স্টেশন থেকে আনন্দ বিহার মেলে কুম্ভ যাত্রা করেন তারা। ১২ তারিখ স্নান সেরে ১৩ তারিখ বাড়ি ফেরার কথা ছিল তাঁদের। কিন্তু সকালে শৌচালয়ে যাওয়ার নাম করে তারা দুজন আলাদা হয়ে যায়। তারপর থেকে আর খোঁজ মেলেনি ওই বৃদ্ধর। ছেলে ওই এলাকায় গিয়ে স্টেশন, থানা, হাসপাতাল সহ বিভিন্ন এলাকায় বাবার ছবি লাগিয়ে খোঁজ চালাচ্ছে। পুলিশ সাহায্যের আশ্বাস দিয়েছে।