Sukanta, BjP, সাধারণ মানুষের আন্দোলনকে দূরে সরাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলনে মিছিলে আজাদি স্লোগান, দাবি সুকান্তর

আমাদের ভারত, ৩০ সেপ্টেম্বর: আর জি কর হাসপাতালের চিকিৎসক তরুণী ধর্ষণ ও খুনের ঘটনায় বিচারের দাবিতে রবিবার মশাল মিছিল করেছেন জুনিয়ার ডাক্তাররা। কলকাতা শহরে সাতটি মিছিল হয়েছে। এই মিছিলে জুনিয়র ডাক্তারদের সঙ্গে যোগ দিয়েছিলেন সাধারণ মানুষ। সেই রকমই একটি মিছিল হয় যাদবপুর থেকে। সেই মিছিলে কাশ্মীর মাঙ্গে আজাদী বলে স্লোগান ওঠে। এই স্লোগান দেওয়ার ঘটনায় অতি বাম ও তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

আজ তিনি দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে বলেন, “আমি প্রথম থেকেই বলেছি এই আন্দোলনটাকে হাইজ্যাক করার চেষ্টা করছে অতিবামেরা। এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলনে এই কাজ করছেন। কারণ এরা জানেন, এই স্লোগানগুলো উঠলে সাধারণ মানুষ পিছিয়ে আসবে। সাধারণ মানুষ কাশ্মীরের আজাদি চায় না। সাধারণ মানুষ ভারতবর্ষকে নিয়ে খুশি আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলেনে এরা এই কাজটা করছে যাতে আন্দোলন থেকে সাধারণ মানুষ সরে যায়। এরাই ভোটের সময় নো ভোট টু বিজেপি করে অর্থাৎ পক্ষান্তরে এরা সামনে বামপন্থী হলেও এটা তাদের কেমোফ্লেজ বা ছদ্মবেশ। এরা পেছন থেকে আসলে তৃণমূলের সক্রিয় কর্মী।

এই স্লোগান প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, পুলিশ তো এই নিয়ে কিছুই করবে না। এরাই নির্বাচনের সময় নো ভোট টু মোদী স্লোগান তোলে। এরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের চাষ করা। মুখ্যমন্ত্রী এই রাজ্যে দেশ বিরোধী রাষ্ট্রদ্রোহীদের লালিত পালিত করে রেখেছেন। এদের সঙ্গে তার দলেরও একটা অংশ যুক্ত। এটা আসলে দেশের মধ্যে আরেকটা দেশ তৈরি করার অপচেষ্টা চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *