পার্থ খাঁড়া, মেদিনীপুর, ২২ মে: আজ বাংলায় প্রচারে এসে অমিত শাহ বলছেন, ‘এই ভোটে ১২ লক্ষ কোটির দুর্নীতিগ্রস্ত তৃণমূল ও ইন্ডিয়া জোট বনাম মোদীর লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীর ঘর থেকে ৫১ কোটি টাকা পাওয়া গেছে। বাংলায় বিজেপিকে ৩০ আসন দিলে, সব টাকা মানুষকে ফিরিয়ে দেবে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান। যে নিজের ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চায়, সে কখনও বাংলার ভাল করতে পারে না।
অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গকে সোনার বাংলা বানাতে পারবেন একমাত্র নরেন্দ্র মোদী। রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময় মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়, কিন্তু ভোটব্যাঙ্কের কারণে রাম মন্দিরের আমন্ত্রণে সাড়া দেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটব্যাঙ্ক হল অনুপ্রবেশকারীরা। নরেন্দ্র মোদী বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের জন্য সিএএ লাগু করেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভোটব্যাঙ্কের কারণে সিএএ-র বিরোধিতা করছেন। কিন্তু মমতা যতই বিরোধিতা করুন, সিএএ-র মাধ্যমে শরণার্থীদের নাগরিকত্ব দেবই। নরেন্দ্র মোদী গত ১০ বছরে দেশর জন্য উন্নয়ন করেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় সিন্ডিকেট, কাটমানির রাজ চলেছে। সন্দেশখালিতে মহিলা মুখ্যমন্ত্রীর নাকের ডগায় মহিলাদের উপর অত্যাচার হয়েছে। অথচ ভোটব্যাঙ্কের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অপরাধীদের আড়াল করেছে। ভোটের পর সন্দেশখালির সব অপরাধী শাস্তি পাবে।
হিরণ-ঘনিষ্ঠদের বাড়িতে পুলিশি হানা নিয়েও মমতাকে নিশানা করন অমিত শাহ। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যত সন্ত্রাস করবেন, তত বেশি পদ্ম ফুটবে।’