Mamata ওবিসি সার্টিফিকেট বাতিল! আমি এই রায় মানছি না, বললেন মমতা

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর, ২২ মে:
আগামী ১ জুন দমদম লোকসভা কেন্দ্রে ভোট। তার আগে জোর কদমে প্রচার চালাচ্ছেন এই কেন্দ্রের প্রার্থীরা। তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর পর দুটি জনসভা করেন।

এদিন জনসভা শুরুর আগে প্রবল বৃষ্টি হয় খড়দহে। সেই প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই এদিনের প্রথম জনসভা হয় খড়দহের সূর্যসেন মাঠে। কড়া নিরাপত্তার ব্যবস্থার ছিল জনসভা ঘিরে। বৃষ্টি মাথায় নিয়ে জনসভায় বক্তব্য রাখতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দেওয়া
পাঁচ লক্ষ OBC সার্টিফিকেট বাতিলের নির্দেশ এর কড়া সমালোচনা করেন। সেই সঙ্গে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে তিনি এই নির্দেশ মানবেন না।খড়দহে প্রচারে এসে ক্ষোভ উগরে দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আদালত কোনও ভাগাভাগি করে না। দেশে কোনও ভাগাভাগি হয় না। এটা একটা কলঙ্কিত অধ্যায়। কিছু দালাল এই এসব করছে। এরা ২৬ হাজার মানুষের চাকরি খেয়ে নিয়েছে, এবার বলছে ও বি সি দের সংরক্ষণ করা যাবে না। বিজেপির প্রভাবে এই ধরনের রায় দান হয়েছে, আমি এই রায় মানছি না। ও বি সি দের সংরক্ষণ চলছে চলবে। মুসলিমদের সংরক্ষণ বাতিল করে দিয়েছে, কেনো এরকম হবে, তারাও এই দেশের নাগরিক। ওবিসিরাও এই দেশের নাগরিক। তপসিলিরা তাদের অধিকার সাংবিধানিক অধিকার হিসেবে পায়। সংবিধানের কাঠামোর মধ্যে থেকেই এই ওবিসিদের সংরক্ষণ করা হয়েছে। সেটাও বিজেপি তুলে দেবে বলছে। ওরা বারবার প্রচার করছে সংখ্যালঘুরা তপসিলিদের অধিকার সংরক্ষণ কেড়ে নিতে চায়, এটা সম্পূর্ণ ভুল। সেটা করতে হলে সংবিধান ভেঙ্গে দিতে হয়। তাহলে কি প্রধান মন্ত্রী
দেশ আর দেশের সংবিধান বিক্রি করে দেবে? আমরা ওসব মানব না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *