করোনা ভাইরাস নিয়ে নবান্নে জরুির বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৬ মার্চ:
নবান্নে মমতা ব্যানার্জি করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে রাজ্যবাসীকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিলেন। বরং তিনি রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। এই রোগের সংক্রমণ থেকে উদ্ভূত পরিস্থিতির মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দেশে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির কারণে মুখ্যমন্ত্রী শুক্রবার নবান্নে এক উচ্চপর্যায়ের বৈঠকে করেন। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের পাশাপাশি, রেল, কোল ইন্ডিয়া, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক, জাহাজ মন্ত্রকের মত বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরা নবান্নে মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রী জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গেও কথা বলেন।

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, এখনও এরাজ্যে করোনা সংক্রমণের কোনও ঘটনা ঘটেনি। আগামী দিনেও যাতে রাজ্যবাসী সুরক্ষিত থাকেন সেজন্য প্রশাসনের সব বিভাগকে করোনা প্রতিরোধে সতর্ক করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও কেন্দ্রীয় সরকারের জারি করা নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালন করতে বলা হয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতরকে। কলকাতার পাশাপাশি জেলা গুলিতেও করোনা মোকাবিলার পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। সীমান্ত ঘেঁষা এলাকাগুলিতে বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে।বাংলাদেশ, ভুটান নেপাল থেকে সীমান্ত পার হয়ে আসা মানুষের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে বলে নবান্নে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের মধ্যে সচেতনতা প্রচারের পরেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। কেন্দ্রীয় সংস্থাগুলিও রাজ্য সরকারের সঙ্গে যৌথ ভাবে এই কর্মসূচিতে সামিল হবে।
অন্যদিকে করোনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ওষুধ, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারের মত বিভিন্ন সামগ্রীর কালোবাজারি রুখতে ও মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন। কালোবাজারি রুখতে তিনি পুলিশ কে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *