Sukanta, Mamata, মিথ্যা প্রচার তৃণমূলের! কলকাতা- লন্ডন বিমান পরিষেবা পুনরায় চালুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কৃতিত্ব নেই, বললেন সুকান্ত

আমাদের ভারত, ২৭ মার্চ: মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শেই ব্রিটিশ এয়ারওয়েজের কলকাতা-লন্ডন ফ্লাইট আবার চালু হয়েছে। তৃণমূলের এই দাবি ঘিরে কটাক্ষের তীর ছুড়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কারণ বিমান কর্তৃপক্ষ তৃণমূলের এই দাবি অস্বীকার করেছে।

মমতার বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে ব্রিটিশ এয়ারওয়েজের কলকাতা-লন্ডন ফ্লাইট আবার চালু হয়েছে, তৃণমূল কংগ্রেসের এই দাবি করার কোনো জায়গাই নেই। কারণ এই ধরনের আন্তর্জাতিক বিষয়ে ভারত সরকারের হস্তক্ষেপের ফলেই সম্ভব হয়। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছুই করার সুযোগ নেই বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

কটাক্ষ করে কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, মিথ্যা বলে তৃণমূল কংগ্রেস মানুষকে ভুল বোঝাচ্ছে। তাঁর কথায়, “প্রতারক তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া চাটুকার, প্রোপাগান্ডা ক্রিয়েটর এবং তাদের অশিক্ষিত বাহিনী মিথ্যা ছড়িয়ে আবার একবার বাংলাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এবার তারা দাবি করছে যে, ব্রিটিশ এয়ারওয়েজের কলকাতা-লন্ডন ফ্লাইট নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘পরামর্শে’ পুনরায় চালু হয়েছে, কিন্তু প্রকৃত বাস্তবতা তৃণমূলের চূড়ান্ত প্রতারণাকে উন্মোচিত করে ফেলেছে।
IAG- এয়ারলাইন্স গ্রুপের সিনিয়র আন্তর্জাতিক বিষয়ক ম্যানেজার অ্যালান ক্যাম্পবেল স্পষ্টভাবে বলেছেন যে, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া বা প্রতিশ্রুতি দেওয়া তাঁর এক্তিয়ারের মধ্যে পড়ে না।”

সুকান্ত মজুমদার কটাক্ষ করে লিখেছেন, এই ভুল প্রচার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তর্জাতিক নেতা হিসেবে তুলে ধরার মরিয়া প্রচেষ্টা‌ করেছে তাঁর অশিক্ষিত অনুগামীরা। কিন্তু তারা কেবল হতাশ হয়েছে এর ফলে।

সুকান্ত মজুমদারের মতে, “সম্ভবত এই নাটক সাজানো হয়েছিল লন্ডনে মমতার বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থ এবং নাটকীয় সফরকে ঢাকতে। যেখানে তিনি রাস্তায় ঘুরে বেরিয়েছেন, ব্যাক ওয়াক করেছেন কিন্তু কোনো বিনিয়োগ আনতে পারেননি।কিন্তু মিথ্যা দিয়ে সত্য ঢেকে রাখা যাবে না। অসামরিক বিমান চলাচল সম্পূর্ণই ভারত সরকারের অধীনস্থ বিষয় এবং এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের তথাকথিত হস্তক্ষেপের কোনও মূল্যই নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *