নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২০ মার্চ :
বাংলায় খাদ্যের অভাব হবে না বলে রাজ্যবাসীকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শুক্রবার নবান্নে বলেন, অযথা খাদ্যের টান নিয়ে গুজব ছড়াবেন না। যারা খাদ্যের টান নিয়ে গুজব ছড়াচ্ছেন তাদেরও সতর্ক করেন মুখ্যমন্ত্রী। দুএকটি জিনিষ ছাড়া বাংলায় সোনার শষ্য ফলে। তাই অহেতুক আতঙ্কিত হবার কোনও কারণ নেই বলে রাজ্যবাসীর উদ্দেশ্যে বলেন মুখ্যমন্ত্রী। করোনা ভাইরাস নিয়েও মানুষকে সচেতন হবার কথা বলেন। তিনি আরও বলেন, যারা জ্বর, সর্দিতে ভুগছেন তারা নিজেরা বাড়িতে সাবধানে থাকুন। ডাক্তাদের পরামর্শ নিন। সতর্কতাই পারে এই রোগকে আটকাতে। তাই রাজ্যবাসীকে সতর্ক থাকতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পাশাপাশি প্রাক্তন ফুটবলার পিকে ব্যানার্জির মৃত্যুর জন্য দু:খপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমি তাঁর পরিবারের সঙ্গে কথা বলেছি। তাঁর মতো প্রবাদপ্রতিমের মৃত্যুতে বাংলার ফুটবলের ক্ষতি হল বলে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী।