আমাদের ভারত, ১৮ ফেব্রুয়ারি: নরেন্দ্র মোদী আমেরিকা সফরে থাকাকালীন কীভাবে ভারতীয়দের শিকল পরিয়ে দেশে ফেরানোর কাজ করতে পারে ট্রাম্প সরকার? প্রধানমন্ত্রীর ভূমিকা কী? মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
একদিকে ভারত-আমেরিকার আরও নিবিড় সম্পর্কের বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ‘অভিবাসী’ ভারতীয়দের শিকল পরিয়ে দেশে ফেরাচ্ছে আমেরিকা! মঙ্গলবার বিধানসভার জবাবি ভাষণে বঙ্গ বিজেপি ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখেন। আর সেখানেই তাঁর কথায় উঠে এল আমেরিকা থেকে ভারতীয়দের মানবাধিকার লঙ্ঘন করে ফেরানোর বিষয়।
দিন কয়েক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা সফরে গিয়েছিলেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠক হয়। দু’জনের হৃদ্যতাপূর্ণ ছবিও প্রকাশ হয়েছে। তারপরেই দেখা গিয়েছে, আমেরিকা থেকে অভিবাসী ভারতীয়দের নিয়ে অমৃতসর বিমানবন্দরে নেমেছে মার্কিন সেনার বিমান।
রবিবার রাতে ১১৬ জন ভারতীয়র হাত-পায়ে শিকল পরিয়ে পাঠানো হয়েছে। পাগড়ি খোলানোর অভিযোগও সামনে এসেছে। সেই বিষয় নিয়েই এবার কেন্দ্রের মোদী সরকার ও বিদেশমন্ত্রককে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। আক্রমণাত্মক মেজাজে স্বভাবসিদ্ধ ভঙ্গিমাতেই ভাষণ শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা আছি বলে দেশের কোনও ব্যাপারে বাংলা প্রশ্ন তোলে না। কেন শিকল পরিয়ে আনা হল? আপনারা বললেন ওটা প্রোটোকল।”
প্রধানমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, “আপনি যেদিন উপস্থিত ছিলেন সেদিনও ওইভাবে নিয়ে আসা হয়েছে। আপনি বলতে পারতেন, ফ্লাইট পাঠিয়ে নিয়ে আসছি। সম্মানের সঙ্গে নিয়ে আসতে পারতেন। সেই দায়িত্ব তো আপনারা নেননি। তারপরও আমরা তো কিছু বলিনি।” আরও গলা চড়িয়ে তিনি বলেন, “আজ বলছি কারণ বাধ্য হয়েছি। না বললে তো আপনারা আমায় জঙ্গিদের সঙ্গে মিলিয়ে দিচ্ছেন। আমার মরে যাওয়া ভালো।”