কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ ফেব্রুয়ারি: নিজেরাই বাইক চালিয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় দুর্ঘটনা। জখম দুই পরীক্ষার্থীর মধ্যে একজন পরীক্ষা দিয়েছে, আরেকজন দিতে পারেনি। দুই পরীক্ষার্থীর নাম শেখ রাকিবুল হোসেন, শেখ নাবিদুল হাসান। নাবিদুল ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার মাধ্যমিকের ভূগোল পরীক্ষার দিন নিজেই বাইক চালিয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল এই মাধ্যমিক পরীক্ষার্থী। বাইকে ছিল আরো এক মাধ্যমিক পরীক্ষার্থী। দু’জনেই চৌকা নেতাজি বিদ্যামন্দিরের ছাত্র। তাদের পরীক্ষা কেন্দ্র চন্দ্রকোনা থানার মনোহরপুর শ্রীরামকৃষ্ণ হাই স্কুল। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় তাদের বাইক দুর্ঘটনার কবলে পড়ে। রাকিবুল হোসেনকে প্রশাসন পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। কিন্তু নাবিদুল পরীক্ষা দিতে পারেনি।
জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। সেই পরীক্ষায় অভিভাবকরা কিভাবে ছাত্রদের বাইক নিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে অনুমতি দেয় সে বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মাধ্যমিকের ডিস্ট্রিক্ট মনিটরিং কমিটির আহ্বায়ক সুভাষ হাজরা। সুভাষবাবু বলেন, আমরা অভিভাবকদের বলেছি যাতে সুষ্ঠুভাবে তারা নিজেরা পরীক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীদের পৌঁছে দেন। বেশ কিছু অভিভাবক আমাদের কথা গুরুত্ব দিচ্ছেন না। এই বিষয়ে অভিভাবকদের সচেতনতার প্রয়োজন বলে তিনি জানান।